প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ১:৩১ অপরাহ্ণ
৪ কোটি টাকার কেনাকাটায়, সাড়ে ৩ কোটি টাকারই অডিট আপত্তি
সংবাদের আলো ডেস্ক: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চলতি অর্থবছরে ৪ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় সাড়ে ৩ কোটি টাকার অডিট আপত্তি দেয়া হয়েছে। গত ১১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত কাগজপত্র খতিয়ে দেখার পর হিসাব মহানিয়ন্ত্রকের (এজি) উন্নয়ন শাখার অডিট টিম এই আপত্তি দেয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, কেনাকাটায় পদ্ধতিগত ভুলের কারণে লিখিতভাবে অডিট আপত্তি দিয়েছে। হাসপাতালের প্রশাসনিক সূত্র জানিয়েছে, ঢাকার সেগুনবাগিচার হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (এজি) উন্নয়ন শাখার ৪ সদস্যের টিম গত ১১ নভেম্বর যশোর ২৫০ শয্যা হাসপাতালে অডিটে আসেন।
অডিট টিমের নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক মাহমুদুল হাসান। তারা ১৪ নভেম্বর পর্যন্ত চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামাল কেনাকাটার হিসাব খতিয়ে দেখেন। পরে সাড়ে ৩ কোটি টাকার অডিট আপত্তি দিয়েছে। হাসপাতালের হিসাব রক্ষক ইসরাফিল হোসেন জানান, অডিট টিমের নিরীক্ষা মানেই আপত্তির মুখে পড়তে হয়। কেননা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের জবাবদিহিতা করতে হয়।
৪ কোটি টাকার মালামাল কেনাকাটায় কোন আর্থিক অনিয়ম করা হয়নি। পদ্ধতিগত ভুলের কারণে নিরীক্ষা দলটি অডিট আপত্তি প্রকাশ করেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, অডিট আপত্তি মানে অর্থ লুটপাট নয়। ৪ কোটি টাকার মালামাল কেনাকাটায় সাড়ে ৩ কোটি টাকার অডিট আপত্তি দেয়া হয়েছে। কেনাকাটায় পদ্ধতিগত ভুল ধরা পড়ায় অডিট টিম এই আপত্তি করেছেন। এটা তেমন কোন বিষয় না।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.