৩ বিলিয়ন রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০ বিলিয়নের উপরে পৌঁছেছে – গভর্নর
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশ ব্যাংক এখন রিজার্ভের পরিমাণ ২০ বিলিয়ন ডলারের উপরে রয়েছে। গত পাঁচ মাসে প্রবাসীদের রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার। আমি দায়িত্ব নেওয়ার প্রথম দিকে বলেছিলাম ১০টি ব্যাংক দেওলিয়া হওয়ার পথে। কি সেগুলো এখন ঘুরে দাঁড়িয়েছে। প্রেক্ষাপট এখন পরিবর্তিত হচ্ছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৪০০তম শাখার উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ব্যাংকিং খাতের ধস নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন। সেখান থেকে এখন ব্যাংকগুলো যে ঘুরে দাঁড়িয়েছে সেটাই বড় বিষয়। এখন আর এগুলো পড়ে যাবে না। এটি বাদ দিয়ে দেশে অর্থনীতিতে এগুতে পারবে না। রাষ্ট্রের অর্থনীতি পূণর্গঠন করতে হলে ব্যাংকিং খাতকেও পূণর্গঠন করতে হবে। সবমিলিয়ে ইসলামী ব্যাংক এখন শীর্ষ অবস্থান করছে এবং আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে চলেছে।
তিনি আরও বলেন, আমাদের অর্থনীতিতে কতগুলো সংকট ছিল। বেশ্বিক বাণিজ্য আমাদের বিশাল ঘাটতি ছিল। রিজার্ভের পতন হচ্ছিল। এই জায়গা থেকে আমারা অনেকটুকু বের হয়ে এসেছি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর কমছে না। গত আগস্ট মাসের পর বাংলাদেশ ব্যাংক কোন ডলার বিক্রি করেনি। কাজই আমাদের রিজার্ভ কমবে না বরং বাড়বেই। রেমিট্যান্সের বিরাট প্রবাহ পরিবর্তিত হয়েছে। গত পাঁচ মাসে আমাদের ৩ বিলিয়ন ডলার অতিরিক্ত রেমিট্যান্স এসেছে। সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় অর্থের পাচার কমে গেছে।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ মাসুদের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুল জলিল, রিস্ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডক্টর এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান আবদুস সালাম, ইনডিপেন্ডেট ডাইরেক্টর মোহাম্মদ খুরশীদ ওয়াহাব প্রমুখ। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধতন নির্বাহী ও বিভিন্ন শাখার কর্মকর্তা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফিতা কেটে ইসলামী ব্যাংকের ঘাটাইল শাখার উদ্বোধন করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।