প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ
২১ শিক্ষক মিলেও পাশ করাতে পারেনি ২১জন শিক্ষার্থীকে, শিক্ষক বললেন অনাকাঙ্ক্ষিত ঘটনা
সংবাদের আলো ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার (এসএসসি) দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসা থেকে এবারে বিজ্ঞান বিভাগ থেকে ১১ এবং সাধারণ বিভাগ থেকে ১০জনসহ মোট ২১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। ফলাফল প্রকাশের পর দেখা যায় ওই প্রতিষ্ঠানের সবাই পরীক্ষায় ফেল করেছে। এবারের দাখিল পরীক্ষায় উপজেলার ৯টি মাদ্রাসার মোট ২০৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিল। এর মধ্যে ৪১ জন পাস করেছে। আর সবাই অকৃতকার্য হয়েছে। আক্কেলপুর উপজেলার মাদ্রাসার পাশের হার ২.৪৬ শতাংশ। আক্কেলপুর সিনিয়র মাদ্রাসাটি এমপিও ভুক্ত। মাদ্রাসায় এবতেদায়ী বিভাগ, দাখিল এর মধ্যে সাধারণ ও বিজ্ঞান বিভাগ, আলিম বিভাগ মিলে মোট শিক্ষক সংখ্যা রয়েছে ২১জন।
আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আ ও ম মোবারক আলী বলেন, প্রতিষ্ঠানের সবাই ফেল করায় আমরা বিস্মিত হয়েছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা এই ফলাফলের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছি। আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন, আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় ফল বিপর্যয় ঘটেছে। কেউ পাস না করায় তাদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে। জবাব পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম জানান, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
শতভাগ ফেল কেন, তার কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে এবং জবাব পাওয়ার পর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আক্কেলপুর উপজেলার সচেতন মহল সিনিয়র মাদ্রাসার এতো জন শিক্ষক থাকা সত্বেও মাদ্রাসাটির শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের ব্যাপারে জয়পুরহাট-০২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিকে অবহিত করেন। হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, শতভাগ শিক্ষার্থী ফেল করায় মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও শিক্ষকমন্ডলীর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.