প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ
১৪ জুন পবিত্র হজ শুরু
সংবাদের আলো ডেস্ক: সৌদি আরবে ১৪৪৫ হিজরী সনের জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় আরবি জিলহজ মাসের চাঁদ দেখা যায়। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর পবিত্র হজ ও ঈদুল আযহার তারিখ ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এক বিজ্ঞপ্তিতে সৌদির সর্বোচ্চ আদালত জানান, বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
সেই হিসেবে আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশটিতে হজ করতে গিয়েছেন প্রায় ২০ লাখ মুসল্লি। গত বছর এই সংখ্যা ছিল ১৮ লাখের কিছু বেশি। প্রসঙ্গত, ইসলামের মৌলিক ৫টি স্তম্ভের মধ্যে হজ একটি। প্রত্যেক সামর্থ্যবান এবং প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর জন্য জীবনে অন্তত একবার হজ আদায় করা ফরজ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.