বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

হোয়াইটওয়াশ এড়াতে সন্ধ্যায় নামছে বাংলাদেশ

সংবাদের আলো ডেস্ক: ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামবে বাংলাদেশ। ওয়ার্নার পার্কে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ সুযোগ বাংলাদেশের সামনে। অন্যদিকে টানা ৩ জয় দিয়ে টাইগারদের হোয়াইট ওয়াশের মিশন স্বাগতিকদের সামনে।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুই দল।

এদিকে গেল ১০ বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ৫ সিরিজ জয়ের পর, চলমান সিরিজে কোনভাবেই ঘুরে দারাতে পারছে না বংলাদেশ। বরাবরের মতোই ব্যার্থ বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা। কোনভাবেই বড় রানের দেখা পাচ্ছে না সৌম্য, লিটনরা। ম্যাচে রান তোলার কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন দলের মিডেল অর্ডাররা। আত্ববিশ্বাস দুমরে মুচরে এখন হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোই যেন এখন এক মাত্র লক্ষ্য টাইগারদের।

তবে গেল দুই ম্যাচে কিছুটা নিজেদের ধরে রেখে খেলার চেষ্টা করেছেন অপেনার তানজিদ তামিম। আর ক্যারিবিয় মাটিতে ভরসার আরেক নাম মাহমুদুল্লাহ একাই এগিয়ে নিচ্ছেন রানের চাকা।

প্রথম ম্যাচে ১৫৫টি ডট বল খেললেও বোলারদের ম্যাচ হারের দোষ দিয়েছিলেন অধিনায়ক মিরাজ। ওয়ার্নার পার্কের ব্যাটিং উইকেটে বোলারদের চমক অনেকটাই ওমাবর্ষার চাদ। তারপরেও বাংলাদেশকে ২২৭ রানে অলয়াউট করে স্বাগতিকরা। তাহলে কেন পারছেন না আমাদের বোলাররা। আগামী ম্যাচেও বোলারদের পারফরমেন্সের দিকে তামিইয়ে থাকবে টিম ম্যাজমেন্ট।

অন্যদিকে নিজেদের মাটিতে একের পর এক বোমা পাটাচ্ছে ক্যারিবীয়রা। নিজেদের ব্যাটিং বোলিং কোন কিছুতেই যেন পিছিয়ে নেই সাই হোপের দল। প্রথম ম্যাচে ২৯৫ রানের টার্গেটে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে অনেকটাই আত্ববিশ্বাস ফিরে পায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে টাইগারদের ২২৭ রানে অলয়াউট করে বোলিংয়েও নিজেদের জাত চিনিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পরে ব্যাটাররা সেই লক্ষ্য হেসে খেলেই ছুয়ে ফেলে।

সিরিজের শেষ ম্যাচটি হাত ছাড়া করতে চায় না বাংলাদেশ। আর অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য হোয়াইট ওয়াশের। ক্যারিবীয় মাটিতে কারা জয় দিয়ে শেষ করে সিরিজ সেটাই এখন দেখার পালা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়