রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

হোস্টেলে মিললো ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে পুষ্পিতা বিশ্বাস (২১) নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে হাজারীবাগের এক হোস্টেল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ তথ্য জানান হাজারীবাগ থানার উপ-পরিদর্শক মো. জব্বার।তিনি আরও জানান, ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের ১ম বর্ষের ছাত্রী ছিলেন পুষ্পিতা। রাতে সবার অগোচরে গলায় ফাঁস দিয়েছেন তিনি। তবে আত্মহত্যার কোনো কারণ তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেনি। উল্লেখ্য, নিহতের বাড়ি জামালপুরের সদর উপজেলার বসাক পাড়া গ্রামে বলে জানা গেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়