হেলসের সেঞ্চুরি ও সাইফের ৮০-তে সিলেটের পাহাড় টপকে জিতলো রংপুর
সংবাদের আলো ডেস্ক: ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। এতে টেবিলের শীর্ষে থেকেই চায়ের দেশে পা রাখে উত্তরাঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটি। ঘরের মাঠে রংপুরকে পেয়ে বড় লক্ষ্য দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তবে হেলসের সেঞ্চুরি ও সাইফ হাসানের ৮০ রানে ভর সহজেই সিলেটের রান পাহাড় টপকে গেছে রংপুর। আসরে চার ম্যাচ খেলে অপরাজিত টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করলো নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে দুই ম্যাচ খেলে জয়হীন সিলেট। ঘরের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার। তাছাড়া জাকিরের ব্যাট থেকে আসে ৫০ রান। এছাড়া শেষদিকে যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্স ১৯ বলে ৩৮ ও জাকের আলী অনিক ৫ বলে অপরাজিত ২০ রানের ইনিংস খেলেন। জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৯ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় রাইডার্সরা। দলের হয়ে অপরাজিত ১১৩ রান ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার হেলস। ৫৬ বলে খেলা ইনিংসটিতে তিনি ১০টি চার ও ৭টি ছয় মেরেছেন।বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুরের। বিপিএল ক্যারিয়ারে নিজের প্রথম দুই ম্যাচেই ব্যর্থ আজিজুল হাকিম তামিম। বয়সভিত্তিক দলে আলো ছড়ানো এই ওপেনার দুই ম্যাচে টানা ডাক খেয়েছেন। আজ ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। দলীয় ২ রানে প্রথম উইকেট হারানো রংপুরের হাল ধরেন সাইফ হাসান ও হেলস। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে ১৮৬ রানের জুটি গড়েন। সাইফ ৪৯ বলে ৮০ রান করেছেন। বাংলাদেশি এই ব্যাটার সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করলেও ঠিকই তিন অঙ্ক ছুঁয়েছেন হেলস। ৫৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হেলস। আর ততক্ষণে ম্যাচেরও পুরো নিয়ন্ত্রণ নেয় তার দল। সাইফ তানজিম সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন। তিনি সাতটি ছয় ও তিনটি চার মেরেছেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।