হালদা নদীতে ভেসে উঠলো মৃত ডলফিন
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।রাউজান উপজেলার আজিমারঘাটের একটু নিচের দিকে পানিতে ভেসে যাওয়ার সময় এই গাঙ্গেয় প্রজাতির মৃত্য ডলফিনটি উদ্ধার করা হয়।জানা যায়,ডলফিনটির দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি এবং ওজন ১৩.৩৯০ কেজি।ডলফিনটি পঁচে যাওযায় মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।হালদা নদীর গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো.শফিকুল ইসলাম বলেন, হালদা নদীর শাখা খালগুলোর দূষণের ফলে ডলফিন মারা যেতে পারে। হালদা জলজ বাস্তুতন্ত্রকে মাছ,ডলফিন ও অন্যান্য প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে দূষনসহ সবধরনের ধংসাত্মক কর্মকান্ড বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা জানান,সাড়ে ১১ টার দিকে আজিমের ঘাট এলাকা থেকে একটি ডলফিন অর্ধ গলিত ভাসমান অবস্থায় পাওয়া যায়।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে পাড়ে তুলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে এটিকে মাটি চাপা দেয়া হয়।তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই।ধারণা করা হচ্ছে যে, যেহেতু জোয়ার শুরুর প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পর ডলফিনটিকে ভেসে আসতে দেখা যায় সেক্ষেত্রে হালদা নদীর নিম্ন অববাহিকা বা কর্ণফুলী নদীতে এটি মারা গিয়ে থাকতে পারে। কর্ণফুলী নদীতে সাম্প্রতিক দূষণ ও জাহাজ বা অন্যান্য নৌযান হতে তেল ছড়িয়ে পড়ার কারণেও ডলফিন মারা যেতে পারে।উল্লেখ্য যে,এই নিয়ে এই বছরে হালদায় ৩টি ডলফিনের মৃত্যু হয়েছে। ২০১৭ সাল থেকে ২০২৪ পর্যন্ত হালদা নদী থেকে ৪২টি মৃত ডলফিন উদ্ধার করা হলো।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।