ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ২৬ শে মার্চ সকাল ৯ টা থেকেই শিক্ষার্থীদের উৎসব মূখর পরিবেশে বিদ্যালয়ে উপস্থিত হতে দেখা যায়। পবিত্র মাহে রমজানের রোজা রেখে শিক্ষার্থীরা জানান দেশপ্রেম ঈমানের অঙ্গ। দেশের দামাল ছেলেরা ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার জন্য তৈরি হয়েছিল তাদের আত্মত্যাগের আমরা এই মহান দিনটি পালন করতে পারছি।
বিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত,গীতা পাঠ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বাধীনতার উপর কবিতা,আলোচনা সভা ও একক অভিনয় প্রদর্শিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন ম্যানেজিং কমিটির সভাপতি জনাব নজরুল ইসলাম।তিনি বলেন শিক্ষার্থীরা তোমরা স্বাধীনতার চেতনা বুকে ধারণ করে আগামী দিনের দেশ গড়ার কারিগর হবে। প্রধান শিক্ষক বলেন মহান স্বাধীনতা আমাদের গর্ব এই স্বাধীনতার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল দেশের বীরশ্রেষ্ঠরা। তোমরা এই স্বাধীনতাকে লালন করবে।এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.