সংবাদের আলো ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় ধলাই নদীর (খাইঞ্জা বিল) জলমহালের দখল নিয়ে ইউপি চেয়ারম্যান আরিফ ও বিএনপি নেতা হারিছ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার স্বজন গ্রামে এই সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে রাত ৯টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।সংঘর্ষে আহত বেশকয়েকজনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।স্থানীয়রা জানান, জলমহালটি লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপনের দখলে ছিল। বুধবার সন্ধ্যায় সেখানে মাছ ধরতে গেলে লাখাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ মিয়া ও তার লোকজন বাঁধা দেয়। এ সময় দেশীর অস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাখাই থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, ধলাই নদীর ৩নং অংশটি ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন লীজ নিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় হারিছের লোকজন জোরপূর্বক তা দখল করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.