রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

হঠাৎ উধাও হাসনাত-সারজিস-সাদিকের ফেসবুক আইডি

সংবাদের আলো ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি সাদিক কায়েমের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার (১ জানুয়ারি) রাত ৯টার পর থেকে তাদের ভেরিফায়েড ফেসবুক আইডি খুঁজে না পাওয়ার ঘটনা ঘটে। প্রথম হাসনাত আবদুল্লাহর আইডি ডিজেবল দেখায়, এরপর সারজিস আলম ও সাদিক কায়েমের আইডিও ডিজেবল দেখায় ফেসবুক।এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বক্তব্য জানা যায়নি। তবে ঢাবি শিবির সভাপতি সাংবাদিকদের জানিয়েছেন, তিনি একটি মাধ্যমে জানতে পেরেছেন— একটি সাইবার গ্রুপ ফেসবুকে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডিতে হামলা চালাচ্ছে। সেই লিস্টে তার নাম থাকায় তিনি আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। সাইবার হামলা থামলে তিনি আবার আইডি অ্যাক্টিভেট করবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়