শুক্রবার, ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন, হাবিবে মিল্লাত মুন্না’র ফোন উধাও !

                            স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন, হাবিবে মিল্লাত মুন্না'র ফোন উধাও ! - সংবাদের আলো

আজিজুর রহমান মুন্না: রোববার সকাল ১০ টায়  দীর্ঘ ১০ বছর পর সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে  সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে  সিরাজগঞ্জ সদর  আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না যোগদান করার পর তার ব্যবহৃত স্যামসাং-জেড ফোল্ড-২ মডেলের  স্মার্ট   ফোনটি হারিয়ে যায় বা  উধাও !  হয়ে যায়। এই স্মার্ট মোবাইলটি কে বা কারা যেন নিয়ে গেছে। অপরদিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি তার পাঞ্জাবীর পকেটে রাখা বিশ হাজার টাকা উধাও হয়ে যায়। ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি জানান, এ সম্মেলনে যোগদান করার কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে দেখি টাকাগুলো নেই।

সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা’র  (ডিবি) কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী জানান, এমপি ডাঃ অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না মহোদয়ের ফোন খুঁজতে ডিবি পুলিশের কাজ চলছে।

এ ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ  সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
সম্মেলনের উদ্বোধন করেন,  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের সাধারণ সম্পাদক এ.কে.এম. আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সিরাজগঞ্জ  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের সহ-সভাপতি ও কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ সদর  আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না প্রমুখ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের সহ-সভাপতি ম.আব্দুর রাজ্জাক, যুগ্নসাধারণ খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ্ জালাল মুকুল, গ্রন্থ প্রকাশনা সম্পাদক কে,এম মনোয়ারুল ইসলাম বিপুল, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কোবাদ হোসেন, সদস্য ইমলেদা হোসেন দীপা, সদস্য নজরুল ইসলাম, মোতালেব হোসেন অপু। এ সম্মেলন  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি  নাজমুল হুদা টিটো এবং সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জিহাদ আল ইসলাম।

এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা / থানা  ইউনিয়নের বিভিন্ন ইউনিট থেকে হাজার হাজার নেতাকর্মীরা এসে “জয় বাংলা,  জয় বঙ্গবন্ধু ” সহ  বিভিন্ন  শ্লোগানে মুখরিত করে। পরে সম্মেলনে বক্তব্য শেষে কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের নেতৃবৃন্দরা জানান,  আগামী তিন দিন পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নাম ঘোষণা করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়