শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ রানার নানা আয়োজনে জন্মদিন পালিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী এরশাদ রানার জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এরশাদ রানার নিজ কার্যালয়ে এ আয়োজন করা হয়।

সিরাজগঞ্জ জেলা, সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতককর্মী এবং শুভাকাঙ্খিদের উপস্থিতিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কেক কেটে রাতের খাবারের আয়োজন করা হয়।

তিনি ১৯৮৮ সালে ৩১ ডিসেম্বর শুক্রবার সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের পরিবারে জন্মগ্রহন করেন। জানা যায়, তাঁর পরিবারের সকল সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সঙ্গে সম্পৃক্ত। বাল্যকাল থেকেই তিনি তাঁর বাবা ও চাচাদের হাত ধরে বিএনপি রাজনীতির সাথে যুক্ত। পতিত শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক মামলায় জেল হাজতসহ নানা হয়রানীর শিকার হয়েছেন এরশাদ রানা।

এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ৬৪ জেলা তৃনমূল দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি এবং জাপানি কোম্পানী জুকির দেশের সুনামধন্য সিনিয়র টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে দেশব্যাপী কাজ করে যাচ্ছেন। জেলাজুড়ে যেমন তাঁর খ্যাতি রয়েছে তেমনি কর্মএলাকায়ও অত্যন্ত দক্ষ ও মিষ্টভাসী পরিচ্ছন্ন মানুষ হিসেবে সুনাম রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়