বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সংবাদের আলো ডেস্ক: স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।মঙ্গলবার (২১ জানুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাস -৩ এর সামনে বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন শুরু হয়। পরে বগুড়া নগরবাড়ি মহাসড়কে শিক্ষার্থীরা জটলা সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকে। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা মহাসড়কের উপরে বসে অবরোধ সৃষ্টি করে। অবরোধের ফলে বগুড়া নগরবাড়ি মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এসময় যাত্রীদের ব্যাপক দুর্ভোগে পড়তে হয়। অনেক যাত্রী বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে র‌ওনা হয়।অবরোধে প্রায় ৪ ঘন্টা স্থবির থাকে শতশত দুর পাল্লার যানবাহন, পণ্যবাহী ট্রাক, জ্বালানি তৈলবাহী ট্যাংক লরিসহ সকল প্রকার যানবাহন। পরে বেলা ৩টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি প্রতিনিধি দল আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হাসান তালুকদার উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। এসময় ভিসি ড. এস‌এম হাসান তালুকদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের দাবির সাথে আমি সহমত পোষণ করছি। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবনা আগামী ২৮ জানুয়ারি মন্ত্রণালয়ে উত্থাপিত হ‌ওয়ার কথা। যদি দাবি পূরণ না হয় তাহলে আমিও তোমাদের সাথে আন্দোলন করবো। পরে বিকাল সাড়ে ৪টায় শিক্ষার্থীরা মহাসড়ক থেকে উঠে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়