বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন স্বামী

সংবাদের আলো ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্বামী ফরিদুল ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের শ্বাশুড়ি হেনা খাতুন (৫৫) ও দেবরের ছেলে রাইসুল ইসলাম (৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বুধবার (২০ নভেম্বর) দুপুর দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা একেএইচ পোশাক কারখানার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম পাবনা সদর থানার রাজাপুর গ্রামের ফিরোজ আহমদের ছেলে।জানা গেছে, চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান ফরিদুল। নিহত ফরিদুল ইসলামের (৩৪) বাড়ি পাবনা সদরের রাজাপুরে, তবে ঢাকায় থাকতেন। তার শ্বশুরবাড়ি মানিকগঞ্জের ধানকোড়া গ্রামে।গোলড়া হাইওয়ে থানার পুলিশ জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে স্ত্রী সুলতানা বেগমের (২৫) মরদেহ নিয়ে বাড়ি যাচ্ছিলেন ফরিদুল ইসলাম, শ্বাশুড়ি হেনা খাতুন ও দেবরের ছেলে রাইসুল ইসলাম। অ্যাম্বুলেন্সটি একেএইচ পোশাক কারখানার কাছে পৌঁছলে সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে দ্রতগতির অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছে ধাক্কা লাগে। অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ফরিদুল ইসলাম মারা যান। স্থানীয়রা উদ্ধার করে আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল চন্দ্র দাস জানান, দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। অ্যাম্বুলেন্সটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----