সংবাদের আলো ডেস্ক: অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়ে সুপার সিক্স পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। জুনিয়র টাইগ্রেসদের দেয়া ১২২ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৩ তুলতে সক্ষম হয় স্কটল্যান্ড। মালয়েশিয়ায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন সুমাইয়া আক্তার। এরপর জুয়াইরিয়া ২০ ও ফাহমিদা ১৪ রান করে ফিরলে দলীয় ৫০ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। শেষদিকে অধিনায়ক সুমাইয়ার ২৯ ও আফিয়ার ২১ রানে ভর করে ১২২ রানের পুঁজি পায় জুনিয়র টাইগ্রেসরা।জবাবে ৪ ওভারে ১৯ রান তুলে ভালো শুরু পায় স্কটল্যান্ড। পঞ্চম ওভারে দু’জন আউট হলে জুটি গড়েন পিপা ও নিয়াম। তাদের ৫০ রানের জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্কটিশ মেয়েরা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটল্যান্ড। এই জয়ে সুপার সিক্স পর্বের ১ নম্বর গ্রুপে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.