রেজাউল করিম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী কান্ত কবি রজনীকান্ত সেনের স্মৃতি বিজরিত সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা করা হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলকুচি প্রেসক্লাবের সাধারন রেজাউল করিম, পরিচালনা কমিটির সদস্য আকলিমা খাতুন, প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার, ভাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম তালুকদার আলপু, উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রামাণিক, সাবেক ব্যাংক কর্মকর্তা বাবু বিমল বন্ধু সরকার, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তালুকদার হাবিব, সাবেক ছাত্রদল নেতা আসলাম আকন্দ, রাজু আহমেদ। অনুষ্ঠানে ছাত্রীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইভা তালুকদার। আলোচনা শেষে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার প্রদান করা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন তালুকদার।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.