প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪, ৫:৩৮ অপরাহ্ণ
সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত
সংবাদের আলো ডেস্ক: প্রবালদ্বীপ সেন্টমার্টিনে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই চার মাস পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি জানান, পর্যটকরা নভেম্বরে রাতে সেন্টমার্টিনে থাকতে পারবেন না । ডিসেম্বর ও জানুয়ারিতে দুই হাজার পর্যটক প্রতিদিন যেতে পারবেন, কিন্তু রাতেও থাকতে পারবেন। আর ফেব্রুয়ারিতে কোনো পর্যটকই সেন্টমার্টিনে যেতে পারবেন না, তখন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।
এ ছাড়া সেন্টমার্টিনে ওয়ান-টাইম ইউজ (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। দিনে দুই হাজার পর্যটক কীভাবে নির্ধারণ করা হবে? এমন প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, পর্যটকরা যখন যাবেন তখন নাম্বার করা হবে।এসময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব নাইম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.