সেনাবাহিনীর হাতে ধরা ভুয়া ডিজিএফআই কর্মকর্তা
সংবাদের আলো ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাহবুব আলম রায়হান (৩০) নামের এক ভুয়া ডিজিএফআই কর্মকর্তাকে আটক করেছে সেনাবাহিনী। রায়হান জয়পুরহাট জেলার আক্কেলপুরের নুরুল ইসলামের ছেলে। রবিবার (২২ ডিসেম্বর) তাকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে সেনা ক্যাম্প থেকে আটক করা হয় এবং এদিন রাতে সেনাবাহিনীর সদস্যরা রায়হানকে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন। উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোকলেছুর রহমান জানান, মাহবুব আলম রায়হান ঘটনার সময় উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে অবস্থিত সেনা ক্যাম্পে নিজেকে ডিজিএফআই এর কর্মকর্তা পরিচয় দিয়ে প্রবেশ করেন। পরে তার কথাবার্তায় সেনা সদস্যদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে ভুয়া ডিজিএফআই এর কর্মকর্তা পরিচয় দিয়েছেন বলে স্বীকার করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন। সোমবার তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়ায় থানায় একটি মামলা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।