প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৫:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ণ
সুইজারল্যান্ডে যাচ্ছেন ড. ইউনূস
সংবাদের আলো ডেস্ক: বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। নতুন বছর উপলক্ষে এটিই তার প্রথম বিদেশ সফর। আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি দাভোসে ডব্লিউইএফ এর বার্ষিক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, চার দিনের সফরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে আগামী ২০ জানুয়ারি দিবাগত রাতে দাভোসের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
সম্মেলন ছাড়াও, ড. ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক নেতা, সংস্থার প্রধান, কোম্পানির সিইও এবং উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করবেন। সবশেষ, প্রধান উপদেষ্টা ডি-৮ সম্মেলনে যোগ দিতে ডিসেম্বরে মিশর সফর করেন। তিনটি সফরেই বহুপক্ষীয় ফোরামের অংশগ্রহণ ছিল। এখন পর্যন্ত ড. ইউনূস দ্বিপক্ষীয় কোনো সফর করেননি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.