সি ইউ, নট ফর মাইন্ড’ খ্যাত সেই শ্যামল গ্রেপ্তার গ্রেপ্তার শ্যামল চন্দ্র
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে হত্যা মামলার আসামি শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার শ্যামল চন্দ্র সামাজিক যোগাযোগমাধ্যমসহ নেট দুনিয়ায় ভাইরাল। তিনি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। শ্যামল চন্দ্র বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। শ্যামল কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করেন। ‘সি ইউ, নট ফর মাইন্ড’ ও ‘হ্যাভ অ্যা রিল্যাক্স’ এসব বাক্য ব্যবহার করে নেটিজেনদের আলোচনার আসেন তিনি। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আব্দুল হাকিম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্যামল চন্দ্রকে গ্রেপ্তার করা হয়। তিনি জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহারনামীয় ৩৪ নম্বর আসামি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার ১০ বছর পর নিহতের ছোট ভাই এস এম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর আদালতে একটি হত্যা মামলা করেন। মামলায় প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।’
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।