সংবাদের আলো ডেস্ক: সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তাদের গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.