সিরাজগঞ্জ সরকারী কলেজ ব্যবস্থাপনা বিভাগ ২০০৬-০৭ ব্যাচের বন্ধুদের গেট টুগেদার অনুষ্ঠিত
উজ্জ্বল অধিকারী: ”এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে” এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উল্লাসের এবং বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো সিরাজগঞ্জ সরকারী কলেজ (ব্যবস্থাপনা বিভাগের ২০০৬-০৭) ব্যাচের বন্ধুদের গেট টুগেদার-২০২৪। মঙ্গলবার (১৮ জুন) সকালে সিরাজগঞ্জ সরকারী কলেজ অডিটোরিয়ামে এ গেট টুগেদারের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ টিএম সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ন খালিদ।
অনুষ্ঠানের মধ্যে ছিল, প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর জাতীয় সংগীতে সবাই অংশ নেন। সকল বন্ধুদের পরিচিতি পর্ব, সদস্য নিয়ে কেক কাটা ও কফি পর্ব, বিকালের নাস্তা, গঠন মূলক আলোচনা ও সকল বন্ধুদের মতামত গ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় গানের সুরে উত্তাল নাচের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান শেষ হয়। এছাড়াও ছিল নাস্তা-চা,নানা রকমের মূখরোচক খাবার এবং জমজমাট আড্ডা। দীর্ঘ ১২ বছর পর এই প্রথমবার অনুষ্ঠিত হয়েছে গেট টুগেদার। কলেজ জীবন শেষে দীর্ঘ ১২ বছর পর দেখা হয় দুর-দুরান্ত থেকে আসা সহপাঠিদের সাথে। আনন্দ ভাগাভাগি করে সবাই মিশে গিয়েছিল স্বার্থক অনুষ্ঠানে ।
আনন্দের কোনও কমতি ছিলনা ব্যাচ ২০০৬-০৭ এর শিক্ষাথর্ী সহপাঠিদের মাঝে। সকলেই ২০০৬-০৭ ব্যাচের বন্ধুরা মো: নাসির উদ্দিন পপুলার ফার্মাসিটিক্যাল লিমিটেড, এস এম ফয়সাল করিব এনআরবিসি ব্যাংক, পিএলসি, মো: শিমেল তালুকদার এনডিপি, জাকিয়া সুলতানা বিথী সহকারী শিক্ষক, মো: আব্দুল আলিম আম্বেলা ফাউন্ডেশন সহ অনেকেই ছিল অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করার পেছনে। তাঁদের অক্লান্ত পরিশ্রমেই একটি সফল গেট টুগেদার সুসম্পন্ন হয়েছে। একটি প্রাণবন্ত অনুষ্ঠান করতে যা যা দরকার সবই করা হয়েছে। আগামীতে আরো বড় পরিসরে অনুষ্ঠান করার দাবি জানিয়েছে অনেকে। পরিশেষে, শিক্ষা জীবনে বন্ধুরাই পরম আপনজন। এ বন্ধুত্ব পরম ভ্রাতৃত্বের প্রতীক। জীবনযুদ্ধে এ ভ্রাতৃত্ববোধ সফলতার পথকে মসৃণ করে তোলে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।