সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
সিরাজগঞ্জ প্রতিনিধি: হলফনামায় তথ্য গোপন ও ঋণ খেলাপির অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন ও ভাইস চেয়ারম্যান পদে এক জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিস।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল ও সাবেক সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসিম রেজা নূর দীপু। অন্যদিকে ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী হলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগ নেতা জিহাদ আল ইসলাম ।
বুধবার (১৭ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ শহিদুল ইসলাম তাদের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন। এই বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী নাসিম রেজা নূর দীপুর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী জিহাদ আল ইসলাম বলেন,মুলত হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে। তবে আমি প্রার্থীতা ফিরে পেতে নিয়ম অনুযায়ী আপীল করব।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঋণখেলাপির কারণে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাশেদ ইউসুফ জুয়েলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ও একই সাথে তথ্য গোপন করার অভিযোগে নাসিম রেজা নূর দীপুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে । অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে জিহাদ আল ইসলামের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। প্রার্থীতা ফিরে পেতে আগামী তিন দিনের মধ্যে প্রার্থীরা জেলা প্রশাসকের দপ্তরে আপীল করতে পারবেন।
উল্লেখ্য, আগামী ৮ মে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৩ জন মনোনয়ন জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে ১০ জনের মনোনয়ন বৈধতা ঘোষণা করে নির্বাচন কমিশন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।