বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস ও কার পরিবহন মালিক সমিতির উদ্বোধন

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস জিপগাড়ী ও কার পরিবহন মালিক সমিতি নিবন্ধন পাওয়ায় উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌর  চালা পলাশ মার্কেটে কার মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া। সাবেক মেম্বর এন্তাজ আলী প্রামানিকের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির যুগ্ন- সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির যুগ্ন- আহ্বায়ক শফিকুল ইসলাম (শফি), সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস ও কার পরিবহন মালিক সমিতি সভাপতি হাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খাঁন, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ মালিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়