মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনার সম্ভাব্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুর্যোগ সম্ভাব্য ঝুঁকি হ্রাসে সিরাগঞ্জ আপতকালীন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে দাতা সংস্থা কৈইকার আর্থিক সহযোগিতায় মানব মুক্তি সংস্থা ( এম.এম এস) এর আয়োজনে জেলা দুর্যোগ সম্ভাব্য ঝুঁকি হ্রাস পরিকল্পনা বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) ও উপ-সচিব মোহাম্মদ রায়হান কবির।

এ সময় উপস্থিত ছিলেন জেলা এাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামান, মানব মুক্তি সংস্থা এসসিভিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম, বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা কর্মকতাগণ।
০৬.০২.২৪

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়