আজিজুর রহমান মুন্না: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সুবর্ণ অহংকার পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি এসময়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান ও মোঃ আলাউদ্দিন, কম্পিউটার অপারেটর মোঃ আল নুর অফিস সহকারি মোঃ আব্দুল গফুর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
১৫ আগষ্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস, ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। প্রতিবছরের ১৫ আগষ্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি শোকের সাথে পালন করা হয়। এ দিবস উপলক্ষে মাসব্যাপী কালোব্যাচ ধারন, ১৫ আগষ্টে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভোরে এ দিনে একদল বিপথগামী সেনাবাহিনীর ঘাতকেরা বুলেটের আঘাতে নির্মমভাবে বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্ব-পরিবারে হত্যা করে। দিনটিকে স্মরণীয় করে রাখতে এ দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.