নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. এনামুল হক। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের এসএস রোডে অবস্থিত চেম্বার অব কমার্স কার্যালয়ে এ ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। গত বছরের ২৭ ডিসেম্বর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদ আয়োজিত ৪০তম বার্ষিক সাধারণ সভায় সাইদুর রহমান বাচ্চু প্রেসিডেন্ট নির্বাচিত হন। সভায় সভাপতিত্ব করেন তিনি নিজেই এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই দেশ-বিদেশের ব্যবসায়ী, রাষ্ট্রদূত, শুভানুধ্যায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় সাংবাদিক মো. এনামুল হকও তার ব্যক্তিগত পক্ষ থেকে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় সাইদুর রহমান বাচ্চু সবাইকে ধন্যবাদ জানিয়ে চেম্বারের কার্যক্রমকে আরও গতিশীল ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.