সিরাজগঞ্জ প্রতিনিধি: ইরান ও বাংলাদেশে যৌথ ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত বিষয়ে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। শনিবার (৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভায় চেম্বারের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং দুই দেশের পণ্য আমদানি-রপ্তানির বিষয়ে নানা দিক তুলে ধরেন। পাশাপাশি সিরাজগঞ্জের অর্থনৈতিক অঞ্চল এবং বিসিক শিল্পপার্কের নানা সুবিধা তুলে ধরে সেখানে ইরানের ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানান। এ ছাড়া জেলার দুগ্ধজাত পণ্য, তাঁত ও কম্বলশিল্প, সরিষা এবং দেশীয় প্রজাতির মাছের সম্ভাবনার নানা দিক উপস্থাপন করেন চেম্বারের প্রেসিডেন্ট। এ সময় ইরানি রাষ্ট্রদূত মানসুর চাভোাশি সিরাজগঞ্জের দুগ্ধজাত পণ্য ও তাঁতের তৈরি পণ্যসহ বিভিন্ন শিল্পের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া সিরাজগঞ্জ জেলায় যৌথ বিনিয়োগে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবনায় সাড়া দিয়ে সিরাজগঞ্জ চেম্বারের নেতাদের ইরানে গিয়ে বাণিজ্যিক আলোচনা করার জন্য আমন্ত্রণ জানান।মতবিনিময়সভায় রাষ্ট্রদূতের স্ত্রী জারা চাভোশিসহ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের অন্যান্য নেতা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.