প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৭:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৯:৫৪ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জ চকশিয়ালকোল স্বপ্নসারথি দলের ১৭তম সেশন (সহমর্মিতার বীজ বুনি পর্ব ১) অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না: সিরাজগঞ্জ সদর উপজেলা স্বপ্নসারথি সেশন আমাদের স্বপ্ন পূরণের প্লাটফর্ম"চকশিয়ালকোল স্বপ্নসারথি দলের ১৭তম সেশন (সহমর্মিতার বীজ বুনি পর্ব- ১) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৩ টার দিকে সদর উপজেলা চকশিয়ালকোল সাত্তার হাজীর বাড়িতে স্বপ্নসারথি দলের ১৭তম সেশন (সহমর্মিতার বীজ বুনি পর্ব- ১) অনুষ্ঠিত সেশনে বক্তব্য রাখেন , ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির 'হেড অফ প্রোগাম ডেভলপমেন্ট এন্ড মিল' মোঃ মাসুদুর রহমান ও ম্যানেজার 'মিল' মোঃ আবদুল্লাহ আল রাশেদ, সিরাজগঞ্জ জোনাল ম্যানেজার সাজ্জাদুজ্জামান চৌধুরী, জেলা ব্যবস্থাপক মোঃ আজাদ রহমান, ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম প্রমুখ। উক্ত সেশন পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার (সেলপ) মোঃ মাসুদ রানা। এ সময়ে স্বপ্ন সারথি দলের সকল কিশোরীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.