বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে হেলিকপ্টারে বিয়ে করতে গেলেন সাবেক চেয়ারম্যান পুত্র

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে হেলিকপ্টারে চড়ে কনের বাড়িতে বরযাত্রার মাধ্যমে ছেলের ইচ্ছাপূরণ করলেন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম। শুক্রবার বেলা ১২ টা ৩০ মিনিটের দিকে পরিবারের লোকজন নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান সাবিত ইসলাম এ্যালিস। কনের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চড়িয়া মধ্যপাড়া গ্রামে, সময় হেলিকপ্টারে বরযাত্রা দেখতে এলাকায় শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় জমান।

পরিবারিক সূত্র জানায়, তার বাবা সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ছেলের স্বপ্ন পূরণ করতেই তিনি হেলিকপ্টারে করে ছেলের বউকে বাড়িতে আনার উদ্যোগ নেন। উল্লাপাড়া উপজেলার চড়িয়া গ্রামের মোহাম্মদ আব্দুল মালেকের মেয়ে নুসরাত জাহান মিতার সঙ্গে বিয়ে হয় এ্যালিসের। তার বাবাও দীর্ঘদিনের শখ ছিল ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন। নিজের শখ পূরণে বগুড়া থেকে তিন লাখ ৫০ হাজার টাকায় একটি হেলিকপ্টার ভাড়া করেন তিনি। হেলিকপ্টারে চড়েই ছেলে বিয়ে করেছেন।

এভাবে ছেলেকে বিয়ে করাতে পেরে তিনি আনন্দিত। মেয়ের জামাই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসায় খুশি এ্যালিসের শ্বশুর মোহাম্মদ আব্দুল মালেক, তিনি বলেন, আমি গর্বিত যে জামাই হেলিকপ্টারে আমার মেয়েকে নিতে এসেছে। আমি খুবই আনন্দিত। এদিকে বরের বাবা বলেন, আমাদের পরিবারের ইচ্ছে ছিল, ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করানোর। তাদের সে ইচ্ছে পূরণে প্রায় তিন লাখ টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া নেওয়া হয়। দুপুরে এখান থেকে বর নিয়ে কনের বাড়ি যাবে। বিয়ের কাজ শেষে আবার নিয়ে আসবে।

সেই সঙ্গে ছেলের বিয়েতে সব আত্মীয়-স্বজনদের নিমন্ত্রণ করা হয়েছে। এসময় উৎসুক জনতা বলেন, আমাদের গ্রামে তো দূরের কথা, আশপাশের কোনো গ্রামে কখনোই হেলিকপ্টার নামেনি। তাই হেলিকপ্টার দেখতে আজ সকাল থেকে চান্দাইকোনা এলাকায় শত শত মানুষ অপেক্ষা করেন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে দুপুরের দিকে। শুনেছি সন্ধ্যার আগে বউ নিয়ে আবার এখানেই আসবে হেলিকপ্টার। এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনু-অর রশিদ বলেন, একটি বিয়ের জন্য ওই গ্রামে হেলিকপ্টার ল্যান্ড করা হবে, এমন একটি আবেদন আমরা পেয়েছি। আর সে মোতাবেক পদক্ষেপ নিয়েছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়