আজিজুর রহমান মুন্না: সিরাজগঞ্জ শহরের স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন "সুখপাখি" সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদ উল আযহার দ্বিতীয় দিন সুখ পাখির গরীবের কোরবানিতে একটি গরু কোরবানি করে ১১৫ জন গরীব,অসহায় ও দুঃস্থ মাঝে এক কেজি করে মাংস বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ জুন) বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেন পুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে উক্ত কোরবানির মাংস বিতরণ করেন, "সুখপাখি" সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ রজব আলী এসময়ে সাথে ছিলেন, "সুখপাখি" রেডলাভ এর প্রধান সমন্বয়ক মোঃ রাসেল রহমান, সুখপাখি রেডলাভ স্বেচ্ছাসেবী ও সহকারী সমন্বয়ক হালিমা তূজ সাদিয়া, সদস্য মোঃ সোহেল আহাম সকাল, মামুন, ডিওন সহ অন্যান্যরা। চতুর্থ বছরের এ কার্যক্রমে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের নারী- পুরুষেরা কোরবানি মাংস (গোশত) পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.