শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী জাঁকজমক পূর্ণভাবে পূর্ণমিলনী উৎসব !

                            সিরাজগঞ্জে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী জাঁকজমক পূর্ণভাবে পূর্ণমিলনী উৎসব ! - সংবাদের আলো

আজিজুর রহমান মুন্না: “এসো মিলি ঐক্যের বন্ধনে, উৎসবের বাঁধন প্রাণে প্রাণে” এই শ্লোগান নিয়ে -সিরাজগঞ্জ জেলায় প্রথম বারের মতো সকল সাংবাদিকদের নিয়ে সাংবাদিক পূর্ণমিলনী  অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আনন্দঘন উৎসবমুখর  পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮জুলাই) দিনব্যাপী এ অনুষ্ঠান শহরের পৌরকনভেনশন হলরুম হতে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে পৌরকনভেনশন হলের আলোচনা সভা  ও উৎসবের উদ্বোধন করেন, উদ্বোধক, একুশো পদক প্রাপ্ত সাংবাদিক, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা পূনর্মিলনীর আয়োজকের প্রবন নিয়গী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২(সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

বিশেষ অতিথি ছিলেন, কথা সাহিত্যিক বীরমুক্তিযোদ্ধা ইসহাক খান, দৈনিক  সংবাদ প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক  ,  বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক  সমিতির সাধারণ সম্পাদক  রিমন মাহফুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টাস ইউনিটি সাবেক সাধারণ সম্পাদক  সাজ্জাদ আলম খান তপু, আরটিটি ও এসএটিভি সাবেক প্রধান বার্তা সম্পাদক সময়ের আলো ও সকালের খবর এর সাবেক নির্বাহী সম্পাদক শাহনেওয়াজ দুলাল, সিরাজগঞ্জের স্থানীয় পত্রিকা  “দৈনিক যুগের কথা”র সম্পাদক সিরাজগঞ্জ প্রেসক্লাবের  সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র (১) মোঃ নূরুল হক প্রমুখ।

সিরাজগঞ্জের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে , মরনোত্তর বীর শহীদ সাংবাদিক পরিবারের মাঝে ক্রেষ্ট ও সন্মাননা প্রদান করা সহ  সাংবাদিকতায় সিরাজগঞ্জ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

দ্বিতীয় পর্যায়ে নিউ নিউজ পরিবেশনায় সংবাদ পত্রে অতিত বর্তমান ভবিষ্যৎ পরিকল্পনা পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের মুক্তচিন্তা ধারায় মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মোঃ আলাউদ্দিন খান।

প্রবন্ধ পাঠ করেন প্রতীক মাহমুদ, পুঁথি পাঠ করেন, এথেন্স শাওন। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, একুশে টিভির ওয়াহেদুজ্জামান।

অনুষ্ঠানের অভ্যর্থনা ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন, সাবেক সাংবাদিক, কলামিস্ট, লেখক, কবি  মোঃরফিকুল ইসলাম শামীম এবং অনুষ্ঠানের কার্যক্রমে আরো সহযোগিতা করে সেবামুক্ত স্কাউট গ্রুপ।

সিরাজগঞ্জ সরকারি কলেজ এর জারীগানের দল এর পরিবেশনায় অনুষ্ঠানের পরিশেষে  মনোমুগ্ধকর জারী গান পরিবেশন করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----