সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে সরকারি বস্তায় চাল রাখায় দুই গুদাম সিলগালা 

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের রায়গঞ্জে হত-দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ন্যায্যমূল্যের (ফেয়ার প্রাইসের) বস্তায় চাল মজুদের দায়ে এক ব্যবসায়ীর দুইটি গুদাম সিলগালা ও এক অটোমিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু যৌথবাহিনীর সঙ্গে উপজেলার চান্দাইকোনা বাজারের ধান-চাল পট্রি ও গরু হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু ঢাকা পোস্টকে বলেন, চান্দাইকোনা বাজারের ধান-চাল পট্রির একতা ট্রের্ডাসের মালিক একরাম হোসেনের দুটি গুদামে অভিযান চালালে সেখানে সরকারি বস্তায় চাল মজুদ করে রাখতে দেখা যায়। তবে বস্তা সরকারি হলেও চালগুলো সরকারি নয়। তাই তাদের গুদাম দুটি আপাতত সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়াও গরু হাট এলাকায় সোনালী অটো প্রসেসিং রাইচ মিলে সরকারি বস্তা মজুদ রাখায় এক মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, তারা বলেছেন কম টাকায় বাজার থেকে এই বস্তাগুলো কিনে চাল মজুদ করেছেন, কিন্তু চালগুলো সরকারি নয়। তাই গুদাম দুইটি আপাতত সিলগালা করে দেওয়া হয়েছে, তবে চাল জব্দ করা হয়নি। তারা পরবর্তীতে এসে বিস্তারিত কারণ উল্লেখ করবেন ও বর্ননা দিবেন। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে যৌথবাহিনী সহযোগিতা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----