সিরাজগঞ্জে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মোটিভেশনাল প্রোগ্রাম এন্ড পিকনিক অনুষ্ঠিত
নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে “মনের আনন্দই প্রকৃত আনন্দ” আজীবন বিশ্বস্তকে ধারন করে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মোটিভেশনাল প্রোগ্রাম এন্ড পিকনিকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) পৌর শিশু পার্ক এলাকায় দিনভর প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সিরাজগঞ্জ ও কামারখন্দ সার্ভিসিং সেল এর মো. হারুন শেখ ও মো. রিপন হক এর আয়োজনে মোটিভেশনাল প্রোগ্রাম এন্ড পিকনিকের অনুষ্ঠান করা হয়। বক্তারা বলেন, “সাধ্য মত সঞ্চয় করুন, প্রগতি লাইফে বীমা করুনে অন্যতম ভূমিকা পালন করতে হবে। কর্মীদেে জ্ঞান দক্ষতা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সময়োপযোগী যুগের সাথে তাল মিলিয়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা কর্মচারীরা দেশ ও জাতীর কল্যাণে অন্যান্য ভূমিকায় স্বাক্ষর রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এসময় পিডি মো. আসাদুজ্জামান, মো. নুরুল ইসলাম খান, মো. আসাদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।