নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামিম তালুকদার লাবু'র সরকারি গাড়ীর সাথে বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোমবার (১ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে কামারখন্দের ভদ্রঘাট (এসিআই গোদরেজ) সামনে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, চেয়ারম্যান সরকারি কাজ শেষে শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপর দিক থেকে আসা মেসার্স লোপা ট্রেডার্স নামের একটি বালুবাহী ট্রাক কামারখন্দের ভদ্রঘাট এসিআই গোদরেজ মিলের সামনে পৌছলে চেয়ারম্যানের গাড়িটি চাপা দেয়। এসময় জিপ গাড়ীটির একপাশে ধুমড়ে মুচরে যায়।এতে চেয়ারম্যানসহ অন্তত ৩/৪ জন আহত হয়। প্রত্যক্ষদর্শী আব্দুস সামাদ জানান, মিলের ট্রাকগুলো এলোমেলো রাখায় মাঝেমধ্যে দূর্ঘটনার শিকাে হয়। প্রশাসন নজরে না নেওয়ায় মুখ বুঝে এগুলো সহ্য করতে হয়। এই রাস্তা তাদের ( এসিআই) কব্জায়। কিছুদিন আগে সোহাগ নামের একজন সাংবাদিকসহ আরো কয়েকজন সাংবাদিক গুরুত্বর ভাবে আহত হয়েছে। এছাড়া ছয় মাস আগে গাড়ীর চাপায় একজনের প্রাণ দিতে হয়েছে। এগুলো প্রশাসনের নজরে আসবে না। এদের ক্ষমতা অনেক। সবাই ম্যনেজ হয়ে যায়।এমনটাই কাঁদতে কাঁদতে আলিম নামের এক বৃদ্ধ বলেন, যেদিন ডিসি এসপি মারা যাবে ওইদিন এগুলো ঠিক হয়ে যাবে। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামিম তালুকদার লাবু জানান, সরকারি কাজ শেষে শহরের উদ্দ্যেশ্য যাচ্ছিলাম। ভদ্রঘাটের এসিআই মিলের সামনে পৌছালে বিপরীত থেকে আসা একটি বালুবাহী ট্রাক চাপা দেয়। এতে আমার শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছি। এ বিষযে এসিআই গোদরেজ এর এইচআর এডমিন ইনচার্জ গোলাম রহমান বলেন, আমরা চেষ্টা করি রাস্তা সবসময় ক্লিয়ার রাখার জন্য। ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগে কথা বলে যানচলাচলে সুবিধা ও দূর্ঘটনা এড়াতে সড়কে চিহ্নিত বর্ডার করে দেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.