বুধবার, ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক  মোহাম্মদ ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম হীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণ পতি রায়। হজ যাত্রীদের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ আলী কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মোঃ রুহুল আমিন। সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল্লাহ।  সিরাজগঞ্জ জেলা থেকে এবার ১৬২১জন হজ যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে রওয়ানা দেবেন। এর মধ্যে ২১ সরকারিভাবে এবং ১৬০০ (এক হাজার ছয়শত) জন বেসরকারিভাবে হজগমনের উদ্দেশে রওয়ানা দিবেন। হজ যাত্রীদের প্রশিক্ষণ শেষে দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদের ইমাম হযরত মাওলানা মো.তরিকুল ইসলাম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়