বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে অভিবাসনে সুশাসন নিশ্চিত করনও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” কর্মশালা অনুষ্ঠিত !

সিরাজগঞ্জে অভিবাসনে সুশাসন নিশ্চিত করনও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ" কর্মশালা অনুষ্ঠিত ! - সংবাদের আলো

আজিজুর রহমান মুন্না: মাইগ্রেশন ও রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার, সিরাজগঞ্জের অধীনে সিরাজগঞ্জ সদর উপজেলায়  ক্লাইমেট ব্রীজ ফান্ড (CBF) এবং কেএফডব্লিউ ( KFW) ব্যাংকের আর্থিক সহায়তায় ” অভিবাসনে সুশাসন নিশ্চিতকরন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরন” বিষয়ক উপজেলা অ্যাডভোকেসি কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুলাই)  সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ  মনোয়ার হোসেন।

উক্ত কর্মশালার সঞ্চালনা ও স্বাগত বক্তব্য প্রদান করেন, ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রাম এমআর এসসি  ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হামিদা আহসান। এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্র্যাক মাইগ্রেশন (প্রধান কার্যালয়) ম্যানেজার মোহাম্মদ হোসেন খান- তিনি ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সকল কার্যক্রম, অর্জনসমূহ, সেবা প্রদান, বিদেশ ফেরত ও গমনেচ্ছুদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং  সেই সাথে ব্র‍্যাকের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে  রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান   মোহাম্মদ রিয়াজউদ্দিন তিনি তার বক্তব্যে  বলেন, বিদেশ গমনেচ্ছুক সকলকে বৈধ পথে বিদেশ যেতে হবে এতে প্রবাসী, তার পরিবার এবং একই সাথে দেশের উপকার হবে। সেই সাথে তিনি তার কর্ম এলাকায় ব্র‍্যাকের এই কর্মশালার মূল তথ্য বিভিন্ন পর্যায়ে  পৌছে দেওয়ার প্রতিশ্রুতি  দেন। একইসাথে বিদেশে যাওয়ার আগে সবাইকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়া এবং প্রতারিত বিদেশ ফেরতদেরকে সরকারি ও বেসরকারিভাবে সহায়তা নিশ্চিত করার প্রতি জোর দেন।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মনোয়ার হোসেন তিনি তার বক্তব্যে বলেন, বিদেশ ফেরতদের নিয়ে কাজ করা যতটা জরুরী, তেমনি যারা বিদেশ যেতে চায় তারা যাতে নিরাপদে বিদেশে যেতে পারেন তা নিশ্চিত করাটাও জরুরি । তিনি আরোও বলেন, বিদেশ ফেরত অভিবাসীদের সহযোগিতা করতে হবে, কারণ তারা বিদেশ গিয়ে রেমিট্যান্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন। তিনি উপস্থিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রত্যেকের অবস্থান থেকে বিদেশ ফেরত অভিবাসীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন এস. এম. নাছিম রেজা নূর- উপজেলা ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  অধ্যাপিকা হাসনাহেনা, সহকারী কমিশনার (ভূমি)  এস. এম. রকিবুল হাসান। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, সিরাজগঞ্জ  ব্র্যাক মাইগ্রেশনের ফিল্ড অর্গানাইজার মোঃ শরিফুল ইসলাম।

এসময়ে  আরো উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সম্ভাব্য অভিবাসী, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদ্যসগণ ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ