সিরাজগঞ্জের সলঙ্গায় থানা শাখা জামায়াতের আমির শহীদ নির্বাচিত
মো: আখতার হোসেন হিরন: বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার আমির নির্বাচিত হয়েছেন মোঃ রাশেদুল ইসলাম শহীদ। শহীদ সদর থানার সলঙ্গা ইউনিয়নের জগজীবন গ্রামের মৃত নিজাম উদ্দিন ছেলে। শহীদ দীর্ঘদিন ধরে সলঙ্গা থানার সেক্রেটারী হিসেবে দায়িত্বরত ছিলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার রুকন সদস্যের প্রত্যক্ষ গোপন ভোটের মাধ্যমে আগামী ২০২৫-২৬ সালের জন্য শহীদকে আমির নির্বাচিত করা হয়েছে। আজ শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার আমীর নির্বাচিত উপলক্ষে সলঙ্গা ফাজিল মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাবেক আমির হুসাইন আলীর সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলার আমির অধ্যাক্ষ শাহিনুর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদকে আমির ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ আব্দুস সালাম। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানার জামায়াত নেতা আব্দুল গফুর মোল্লা,মাও আব্দুস মাও আব্দুস সামাদনসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ প্রতিবেদকের নিকট দেওয়া এক সাক্ষাৎকারে সলঙ্গার নবনির্বাচিত আমির শহীদ বলেন,দায়িত্ব বড় কঠিন জিনিস, আল্লাহপাক আমার প্রতি খুশি হয়েছেন বলেই হয়তো আমাকে এই দায়িত্ব দিয়েছেন তাই সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত এই গুরু দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে পালন করতে পারি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।