বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

উজ্জ্বল অধিকারী: ডাকাতির প্রস্তুতির সময় সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দেশীয় অস্ত্র ও মিনি পিকআপভ্যান উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।   গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ী গ্রামের একরামুল হোসেনের ছেলে মনসুর আলী (৫৫) ও গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিমবাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সজিব শেখ (২১)। ওসি আসাদুজ্জামান জানান, গ্রেফতার দুই ডাকাতসহ ৫/৬ জন আজ বুধবার ভোররাতে উপজেলার পাঙ্গাসী ডিগ্রী কলেজের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতারা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি মিনি পিকআপভ্যান, ডাকাতির কাজে ব্যবহৃত দুটি হাসুয়া, একটি তালা কাটার মেশিন, একটি হাতুরি ও শাবলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর ও বগুড়ার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় আরেকটি মামলা দায়ের হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়