সিরাজগঞ্জের বেলকুচিতে যৌথবাহিনীর অভিযানে ফেয়ার প্রাইসের চালসহ আটক ২
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে যৌথবাহিনীর অভিযানে ফেয়ার প্রাইসের ১৫ টাকা কেজি দরে ৬ হাজার আটশ ১০ কেজি চাল জব্দ ও ২ জনকে আটক করা হয়েছে।সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কল্যাণপুর গ্ৰামে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে দরিদ্র জনসাধারণের মাঝে বিতরণকৃত ফেয়ার প্রাইসের ১৫ টাকা কেজি দরে ৬ হাজার আটশ ১০ কেজি চাল জব্দ করা হয।
সেই সাথে একজন চাল ব্যবসায়ী ও সহায়তাকারীকে হিসেবে একজনকে আটক করে বেলকুচি থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটককৃতরা হলেন- চাল ব্যবসায়ী মোঃ ফরিদুল ইসলাম ও সহায়তাকারী মোঃ আব্দুল্লাহ (৩২)।যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা এনএসআই উপ-পরিচালক ড. মোঃ নাছির উদ্দিন, সহকারী পরিচালক মো: আব্দুল হেলিম, বেলকুচি উপজেলা নির্বাহী আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি আর্মি ক্যাম্পের মেজর মারুফ ও বেলকুচি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত ঘটনায় বেলকুচি থানায় একটি মামলা করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।