সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রান্তিক কৃষকদের ডিজিটালাইজড ও তাদের ফসল উৎপাদন করার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সকল সুযোগ সুবিধা দিচ্ছে ইপল্লী । যাদের জমি আছে অথচ টাকার অভাবে ফসল উৎপাদন করতে পারেন না তাদের আর্থিক সহযোগিতা করে থাকেন ইপল্লী ফাউন্ডেশন।
https://youtu.be/dosoYYa9Jog
বৃহস্পতিবার ৮ জুন সকাল ১১ টায় বাহুকা জুয়েল রানা জেনারেল স্টোরে ই-পল্লী এজেন্ট পয়েন্ট চালু করা হয়েছে। এবং প্রান্ত্রিক কৃষকদের নিয়ে ফসল উৎপাদনে নানা সমস্যা ও সমাধানের লক্ষ্যে ইপল্লী কৃষি সভা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় কৃষক , খুদে খামারি ও গৃহিণীরা উপস্থিত ছিলেন। উৎপাদিত কৃষি পণ্যের গুণগত মান রক্ষা, পোকামাকড়ের আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য ইপল্লী কৃষি ক্লিনিক প্রতিষ্ঠিত করা হয়েছে। প্রান্তিক কৃষকদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্যমূল্য পাবার জন্য বাজারজাতকরণ করবে ইপল্লী, বাহুকা গ্রামের কৃষক ওয়াজেদ মিয়া বলেন আমরা এমন উদ্যোগকে সাধুবাদ জানাই, ইতিমধ্যে ইপল্লী আমাদের গ্রামের অনেক কৃষকের মাঝে গবাদি পশু, বীজ ও সার বিতরণ করেছে।
এ সকল বিষয় জানতে চাইলে ইপল্লীর কো ফাউন্ডার জুনায়েদ আহমেদ বলেন কৃষকদের নানা সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা প্যাকেজ আকারে কাজ করে যাচ্ছি । আপনারা জানেন প্রান্তিক পর্যায়ে প্রায় ১৫.২ মিলিয়ন লোক একদম প্রান্তিক পর্যায়ে আছে ,যাদের জমি নাই অর্থ নাই এমন মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি। কৃষকদের ফসল উৎপাদনের সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন একটি গরু পালন করে খুব বেশি লাভবান হতে পারে না যদি একসাথে অধিক গরু লালন পালন করা হয় এতে করে তিনি বেশি লাভবান হতে পারবেন। আর আমরা কৃষকদের জন্য ইপল্লী কৃষি ক্লিনিক প্রতিষ্ঠিত করেছি একজন অভিজ্ঞ লোক আপনাদের সকল সমস্যা সমাধানের জন্য নিয়মিত বসবেন। আমারা গ্রুপ ফার্মিং এর মাধ্যমে সকলকে একত্রিত করে লাভ জনক কৃষি পণ্য উৎপাদন করতে পারব। বাজার ব্যবস্থাপনা উৎপাদিত পণ্যের মূল্য , কৃষি আবহাওয়া, বীজ বপন ও রোপনের সঠিক সময় এ সকল বিষয় ইপল্লী অ্যাপস এর মাধ্যমে কৃষকরা সরাসরি জানতে পারবে। আমাদের মূল লক্ষ্য কৃষক ও ক্ষুদ্র খামারিদের সাথে কাজ করা।
https://youtu.be/dosoYYa9Jog
এসকল বিষয় নিয়ে ইপল্লীর কো ফাউন্ডার মোঃ মামুন বলেন আমি গ্রামের কৃষক পরিবারের ছেলে, আমি কৃষকদের মাঝে নানা সমস্যা দেখেছি। মূলত তাদের সমস্যার সমাধানের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। কৃষকরা সঠিক সময়ে বীজ ও সার পায়না তাদেরকে সঠিক সময়ে বীজ ও স্যার ব্যবস্থা করে দিতে পারলে তারা সঠিক ফসল উৎপাদন করতে পারবে।মৎস্য চাষ,গবাদি পশু পালন এ সকল বিষয়ে আমরা সহযোগিতা করতে চাই। তিনি আরো বলেন আমাদের মূল কথা হচ্ছে উৎপাদিত পণ্যের মান বাড়ুক, কৃষক ভালো থাকুক ,কৃষক যদি ভাল থাকে ,আমার দেশ ভালো থাকবে ,আমরা ভালো থাকবো এজন্যই আমরা গ্রামের মানুষদের নিয়ে কাজ করছি ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.