মৃণাল সরকার মিলু, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে মাছ ধরার বাউত ঢল উৎসবে ঢল নেমেছে হাজারো মানুষের। হেমন্তের সকালে পুবাকাশে সূর্য উঁকি দেওয়ার অগেই বিলে হাজারো মানুষ। ঘন কুয়াশার চাদরে কিছু বোঝা না গেলেও একে একে সবাই নেমে পড়েছেন বিলে। উদ্দেশ্য একটাই-মাছ শিকার। আর এ জন্যই কারও হাতে পলো, কারও হাতে খেয়া জাল, বাদাই জালসহ মাছ ধরার নানা উপকরণ। এরপর দল বেঁধে বিলে নেমে মনের আনন্দে মাছ শিকার করছেন। কেউ পেয়েছেন বোয়াল, কেউবা শোল, রুই, কাতল। আবার অনেকেই ফিরছেন খালি হাতে। এভাবেই চলনবিলে মাছ শিকারে মেতেছেন শৌখিন মৎস্য শিকারিরা। সোমবার (২ ডিসেম্বর) প্রতি বছরের মতো এবারও তাড়াশ উপজেলার কাটাখাল ও ধামাইচ গাঙ্গে ভোরে শুরু হয় এ কর্মযজ্ঞ, যা বাউত উৎসব নামে পরিচিত। দূরদূরান্ত থেকে নানা বয়সি মানুষ নানা উপকরণ নিয়ে মাছ ধরতে আসে বিলে। শুধু সিরাজগঞ্জ নয়, পাশের নাটোর, কুষ্টিয়া, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলার সৌখিন মাছ শিকারি এই উৎসবে অংশ নেয়। ভোরের আলো ফোটার আগেই মাছ শিকারি দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় কাটাখাল ও ধামাইচ গাঙ্গ। তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মশগুল আজাদ জানান, ‘মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের ক্ষতি না করে বাউত উৎসব পালন করতে হবে। ‘বাউত উৎসব এ এলাকার ঐতিহ্য। দেশি প্রজাতির মাছ রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.