বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের তাড়াশে ঢাকা-নাটোর মহাসড়কের খালকুলা-বাজার সংলগ্ন জনতা হোটেলের সামনে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় পথচারী মোঃ সায়েম আলী (১৬) নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই শফিকুল ইসলাম।

থানা পুলিশ সূত্রে জানা যায়, (২৭ মার্চ) ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কের খালকুলা বাজার সংলগ্ন জনতা হোটেলের সামনে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় পথচারী মোঃ সায়েম আলী ঘটনা স্থলেই নিহত হয়। নিহত পথচারী পাবনা জেলার সাথিয়া উপজেলার সাথিয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল ওয়াদুদ বলেন,নিহত ব্যক্তির লাশ আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়