প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
চৌহালীতে বিএনপি নেতার বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল ফকিরের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলা সদরের চর সোনিয়াবাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বলাৎকারের শিকার শিশুটি (১৪) স্থানীয় সম্ভুদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
বলাৎকারের শিকার শিশুটি অভিযোগ করে জানায়, মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ওই শিশুটির সঙ্গে বিএনপি নেতা জুয়েল ফকিরের পরিচয় হয়। এর পর শনিবার বিকেলে বাজার এলাকায় স্থানীয় বিএনপি একটি জনসভা চলাকালে সেখানে তাদের সঙ্গে দেখা হয়। সেই সুত্র ধরে শনিবার দিবাগত রাত ১১টার দিকে শিশুটিকে জরুরী কথা আছে বলে উপজেলা সদরের চর সোনিয়াবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে যায় জুয়েল।
এর পর সেখানে একটি ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক তাকে বলাৎকার করে। এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ হতে থানায় অভিযোগ দায়ের করতে গেলে স্থানীয় বিএনপি নেতারা যথোপযুক্ত বিচার দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের ফিরিয়ে আনেন। এ বিষয়ে চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে দলের সাধারণ সাধারণ সম্পাদকে দায়িত্ব নিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল ফকিরের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করলে সে ফোন রিসিফ করেননি। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, শিশু বলাৎকারের বিষয়টি আমরা লোকমুখে শুনেছি । তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.