সিরাজগঞ্জের কাজিপুর রানী দিনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনমিলনী ২০২২ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি: সবশেষ কবে কার সঙ্গে দেখা হয়েছে, অনেকেই তা মনে করতে পারলেন না। দুরন্তপনার সেই সৈসব, কৈশর ডিঙিয়ে যখনই জীবিকার ভার পড়েছে, তখনই সবাই ছুটেছেন যে যার মতো। সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেছে মানুষগুলো। কিন্তু স্মৃতিচারণায় কৈশরের যে কথাগুলো উঠে এলো, সেগুলো বড্ড চেনা। চোখে ভেসে ওঠে কৈশরের চেনা মুখটিও।
স্কুল জীবনের প্রায় অনেক বছর পর প্রাণের বন্ধুদের একসাথে দেখতে পাওয়ার ব্যাকুলতা থেকেই এই অনুষ্ঠানের আয়োজন। কাজিপুর রানী দিনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী দের পুনমিলনী ২০২২ অনুষ্ঠিত হয়।
“বন্ধুত্বের টানে, বন্ধুর পানে” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর রানী দিনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৫৭ সাল থেকে ২০২১ প্রাক্তন ছাত্র ছাত্রী দের পুনমিলনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কাজিপুর রানী দিনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সকাল থেকে নিজেদের মাঝে কুশল বিনিময়, র্যালি, পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, আলোচনা শেষে দুপুরের খাওয়া পরে গুনীজন সন্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ খলিলুর রহমানের সঞ্চালনায় ও ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সিরাজগঞ্জ কাজীপুর) ১আসনের সংসদ সদস্য প্রকৌশলী জনাব তানভির শাকিল জয়, এম পি।
আরো উপস্থিত ছিলেন, প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, সভাপতি উপজেলা আওয়ামী লীগ কাজিপুর, সিরাজগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন ১৯৫৭ সাল থেকে ২০২১ সালের প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দ।
সামাজিক দায়বদ্ধতার তাগিদ থেকে ভবিষ্যতে বন্ধু, বন্ধুর জন্য মানুষ মানুষের জন্য বিভিন্ন কার্যক্রমে গতিশীলতাসহ মানবিক কাজগুলো এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আমরা কাজিপুর রানী দিনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা প্রতিজ্ঞাবদ্ধ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।