বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জের এনায়েতপুরে যুবদল নেতা ফরিদকে কুপিয়ে হত্যা চেষ্টা

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবদলের যুগ্মআহ্বায়ক হাসিবুর রহমান ফরিদকে (৩৬) ধরালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে কেজি মোড়স্থ সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতা ফরিদ মন্ডলপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে এনায়েতপুর হাই স্কুল সংলগ্ন কেজি মোড় সিএনজি স্ট্যান্ড এলাকায় এক যুবক দাড়ালো অস্ত্র দিয়ে ফরিদের মাথায়  উপুর্যপরি কুপিয়েছে। এসময় পাশেই রাখা সিএনজিতে কয়েকজন বসা কয়েকজন ও দুর্বত্তকে নিয়ে মিলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে জনতা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ জানান, যুবদলের ত্যাগী নেতা ফরিদকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। এদিকে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, যুবদল নেতা ফরিদের উপর হামলার ঘটনা শুনেছি, তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ