সিরাজগঞ্জবাসীর দাবি: সাইদুর রহমান বাচ্চুকে আবার নেতৃত্বে দেখতে চায়
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সাইদুর রহমান বাচ্চুকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আবার নেতৃত্বে দেখতে চায় সিরাজগঞ্জবাসী।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের খাঁন সাহেবের মাঠে “আমরা সিরাজগঞ্জবাসী” ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং নারী নেত্রীদের অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তির সোপান সংলগ্ন বিজয় সৌধে গিয়ে শেষ হয়।
সমাপনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, “সিরাজগঞ্জ জেলা বিএনপিকে আরও সংগঠিত ও শক্তিশালী করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল জোয়ার্দার এবং জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ফেলানী হত্যাকাণ্ড:
র্যালি থেকে ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের হাতে নির্মমভাবে নিহত কিশোরী ফেলানীর হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়। বক্তারা বলেন, “এক যুগ পার হয়ে গেলেও ফেলানীর পরিবার এখনো ন্যায্য বিচার থেকে বঞ্চিত।”
সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে আয়োজিত এই র্যালিটি সিরাজগঞ্জবাসীর মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তাকে আবার নেতৃত্বে দেখতে চাওয়ার প্রত্যাশা আরও জোরালো করেছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।