বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিংড়ায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে সার ব্যবসায়ীকে জরিমানা

মো: আতিকুর রহমান, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে সার ব্যবসায়ী মেসার্স চলনবিল ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক হেনাকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত।

সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় স্থানীয় কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিংড়া বাজারে যৌথ বাহিনীর অভিযানে সিংড়া বাজারের মেসার্স চলনবিল ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম।

অভিযুক্ত মেসার্স চলনবিল ট্রেডার্সের পরিচালক আবু বক্কর সিদ্দিক হেনা বলেন, সার যারা নিতে আসে তাদের চাহিদা মত সার দেওয়া হয় কাউকে ফেরত দেওয়া হয়না।

সিংড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, চলনবিল কৃষি প্রধান এলাকা। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজারে বিশৃঙ্খলা করছে তাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর এই অভিযান অব্যহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ