নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মনগ্রাম থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার যমুনার ভাঙন কবলিত পশ্চিম তীরে নির্মানাধীন রক্ষা বাঁধ এলাকায় দফায় দফায় কাজ বন্ধ, সময়ক্ষেপন ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার দুপুরে সাধারন ছাত্র-জনতা ঐক্যর আয়োজনে হাট পাঁচিল যমুনার নদী পাড়ে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি ফারুক রেজা। এসময় এনায়েতপুর থানার সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাজী শহিদুল ইসলাম উকিল, ছাত্র ঐক্য পরিষদের তামজিদ হোসেন শিক্ষার্থী সৌহার্দ, সমাজ সেবক আল মামুন, সাদ্দাম হোসেন ও এরশাদ আলী শেখ প্রমুখ সহ নানা শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, এনায়েতপুর থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার এলাকায় রক্ষায় সাড়ে ৬শ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মানে সংশ্লিষ্টদের চরম গাফিলতির কারনে বার বার বিলীন হয়ে যাচ্ছে ওই এলাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। দ্রæত কার্যকরী ব্যবস্থা গ্রহন সহ প্রকল্পের অর্থ লুটপাটের সাথে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকা রক্ষায় পুনরায় কাজ শুরু করা হোক। এ বিষয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি কামনা করেন ছাত্র-জনতা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.